বাংলাদেশ, রাজনীতি

আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করলেন ডা. জোবাইদা রহমান

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০৫:০৫:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেছেন ডা. জোবাইদা রহমান।

শনিবার (১০ই মে) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র কবরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ডা. জোবাইদা রহমান। এ সময় তার সাথে ছিলেন আরাফাত রহমান কোকো’র স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

 

আরাফাত রহমান কোকো’র জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেছেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন