আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 'বোঝাপড়ার নির্বাচন' হওয়ার শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্বাচন নিয়ে যেকোনো ধরণের ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দেয়া হবে। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে এর সম্পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির নেতারা। তারা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং রাজনৈতিক সমঝোতার নামে কোনো ধরণের অনিয়ম মেনে নেয়া হবে না বলে সতর্ক করেন।
ডিবিসি/এনএসএফ