বাংলাদেশ, জেলার সংবাদ

আলটিমেটাম শেষ হচ্ছে আজ, এখনও ঝুলছে নির্বাচনি পোস্টার-ব্যানার

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনের বেঁধে দেয়া আলটিমেটাম শেষ হচ্ছে আজ, তবুও দেশের অনেক স্থানে এখনো ঝুলছে প্রার্থীদের নির্বাচনি পোস্টার ও ব্যানার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণের কঠোর নির্দেশ থাকলেও বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের চিত্র হতাশাজনক। এসব শহরের অলিগলি, বৈদ্যুতিক খুঁটি ও রাস্তার মোড়ে প্রার্থীদের পোস্টার ও বিলবোর্ড শোভা পাচ্ছে, যা এখনো অপসারণ করা হয়নি।

 

তবে পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে নির্দেশ মেনে প্রার্থীরা নিজ উদ্যোগেই প্রচারসামগ্রী সরিয়ে নিচ্ছেন। পটুয়াখালীতে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। উৎসবের আমেজের মধ্যেও আচরণবিধি মানার ক্ষেত্রে দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন