বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

আ.লীগকে নিশ্চিহ্ন করলে ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে: ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ১০:৫০:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা গেলেই দেশ ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পাবে। এ জন্য তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এক সমাবেশের আয়োজন করে। এই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল।

 

সমাবেশের শুরুতে গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা বক্তব্য রাখেন। তারা ২০২৪ সালের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। নিহত মীর মুগ্ধর বাবা এবং আরেক নিহতের মা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

 

মহানগর বিএনপির নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

 

এনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না। 

 

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে একটি নির্বাচন ও নির্বাচিত সংসদ অপরিহার্য। নতুন বাংলাদেশ গড়ার জন্য সব লড়াই উপেক্ষা করে বিএনপি এগিয়ে যাবে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন