আওয়ামী লীগের ভোটের লোভে একটি দল তাদের কুকীর্তি নিয়ে নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি স্পষ্ট করে বলেছেন, ধর্মের নামে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না এবং বিএনপি কখনোই ধর্মের নামে রাজনীতি বা বিভক্তি করে না।
শুক্রবার (১২ই ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচির ষষ্ঠ দিনের আয়োজনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যারা একাত্তরের চেতনা নিয়ে রাজনীতির ব্যবসা করেছে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়করণ করা মোটেও ঠিক হয়নি। আবেগের বশবর্তী না হয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে বিএনপি আগামী নির্বাচনে এগুতে চায় বলেও জানান দলটির এই নীতিনির্ধারক।
ডিবিসি/এনএসএফ