বাংলাদেশ, রাজধানী

আ.লীগ আমলে কেনা মারণাস্ত্র নিয়ে তদন্ত করবে সরকার

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই আগস্ট ২০২৫ ০৭:৪৬:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের জন্য মারণাস্ত্র কেনার বিষয়ে তদন্ত করতে কমিটি করা হয়েছে। এছাড়াও একই সময়ে ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারির জন্য কী কী যন্ত্র ও সরঞ্জাম কেনা হয়েছে এবং তা কী কাজে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখতে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৪ই আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

 

দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে, আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র কিনে বেআইনিভাবে নাগরিকদের গতিবিধি ও কথোপকথন রেকর্ড করে তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ও এসব যন্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত ও তাদের কার্যক্রম মনিটরিং করার অভিযোগ রয়েছে।

 

প্রেস সচিব জানান, বিগত সময়ে কেনা এসব যন্ত্রপাতির বিষয়ে তদন্ত করতেই কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সরকার কোনো নিয়মবহির্ভূত নজরদারি করছে না বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

 

শফিকুল আলম আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে বলে সরকার আশা করছে।


ডিবিস/এএমটি

আরও পড়ুন