আন্তর্জাতিক, অন্যান্য

আলেপ্পোতে সিরীয় সেনাবাহিনী ও বিরোধী পক্ষের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই জানুয়ারী ২০২৬ ০৯:০৯:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বা বিরোধী পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাতের জেরে আলেপ্পো থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ।

আল জাজিরা একটি সিরীয় সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী আলেপ্পোর শেখ মাকসুদ এবং আশরাফিয়া জেলায় এসডিএফ-এর অবস্থান লক্ষ্য করে ব্যাপক কামান হামলা শুরু করেছে। 

 

অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এসডিএফ-এর সদস্যরা আলেপ্পোর আল-মিদান এলাকা লক্ষ্য করে আর্টিলারি ও মর্টার শেল নিক্ষেপ করেছে।

 

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, এসডিএফ-এর হামলায় শহরে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৩ জন আহত হয়েছেন।

 

এদিকে এসডিএফ-এর মিডিয়া অফিস দাবি করেছে, সিরীয় সরকারি বাহিনী টানা তৃতীয় দিনের মতো আশরাফিয়া জেলার আবাসিক এলাকাগুলোতে আর্টিলারি এবং ট্যাংক দিয়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন