বাংলাদেশ, অর্থনীতি

আলোচনার মাধ্যমে মার্কিন শুল্ক কমানো সম্ভব: অর্থ উপদেষ্টা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ০৬:০২:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ই জুলাই) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য উপদেষ্টা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও আজই সেখানে যাচ্ছেন। আগামীকাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমেই বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানোর বিষয়ে অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এছাড়াও, অর্থ উপদেষ্টা জানান যে, গত ৩৫ মাসের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার এবং খাদ্যপণ্য ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন