যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায়, তবে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে আর কোনো হামলা না করার সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
এমনটাই বিবিসিকে জানিয়েছেন তেহরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে আগ্রহী। তবে, আলোচনা চলাকালীন নতুন করে হামলা চালানো হবে কিনা, এই "অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের" বিষয়ে ওয়াশিংটন "তাদের অবস্থান স্পষ্ট করেনি"।
মূলত, গত ১৩ই জুন ভোরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পরই এই সংকট ঘনীভূত হয়। এর জের ধরে দুই দিন পর ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা ভেস্তে যায়।
ডিবিসি/এমইউএ