আটক মোবাইল ফোন বিক্রেতা সংগঠনের নেতা আবু সাঈদ পিয়াসকে মুক্তি দেয়ায় মোবাইল ফোন বিক্রি বন্ধের পূর্ব ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা।
রাজধানীর মোতালেব প্লাজাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, স্বাভাবিকভাবেই চলছে মোবাইল বেচাকেনা। এর আগে স্মার্ট ফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ-এমবিসিবি বুধবার এক সংবাদ সম্মেলনে পিয়াসকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছিল।
সংগঠনটি এমনকি দেশে অচলাবস্থা তৈরির হুমকিও দিয়েছিল। তবে পরে তাকে মুক্তি দেয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে দোকান খোলেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
ডিবিসি/ এইচএপি