আন্তর্জাতিক, এশিয়া

আল-আকসায় ঢুকতে পারবেন না জেরুজালেমের গ্র্যান্ড মুফতি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৬:১৪:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে পবিত্র আল-আকসা মসজিদ থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এই খবর জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা এমন এক সময় আরোপ করা হলো, যখন গাজায় ইসরায়েলের নীতির সমালোচনা করে খুতবা দেওয়ার কারণে মুফতির ওপর আগে থেকেই আট দিনের একটি নিষেধাজ্ঞা চলছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই নতুন করে এই দীর্ঘমেয়াদী বহিষ্কারের আদেশ দেওয়া হয়। স্থানীয় সূত্র এবং আইনজীবীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত শুক্রবারের জুমার খুতবায় শেখ হুসেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানান। এরই প্রতিক্রিয়ায় ইসরায়েল এই কঠোর পদক্ষেপ নিলো।

 

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যার কিছুদিন আগেই ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি লঙ্ঘন করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেন, যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন