আন্তর্জাতিক, আরব

আল-আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনা, সৌদির তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ০৭:১৩:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সাম্প্রতিক সফরকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরব এই ঘটনাকে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে।

রবিবার (৩রা আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে।"

 

বেন-গভির রবিবার জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বর পরিদর্শন করেন এবং সেখানে প্রার্থনা করার দাবি করেন, যা প্রচলিত নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। কয়েক দশক ধরে চলমান ব্যবস্থা অনুযায়ী, জর্ডানের একটি ধর্মীয় ফাউন্ডেশন আল-আকসা চত্বরের প্রশাসনিক দায়িত্বে রয়েছে এবং ইহুদিরা সেখানে যেতে পারলেও প্রার্থনা করতে পারে না।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, "সৌদি আরব ইসরায়েলি দখলদার কর্মকর্তাদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার অব্যাহত দাবি জানাচ্ছে।" সৌদি আরব ধারাবাহিকভাবে আল-আকসা মসজিদের পবিত্রতার উপর ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়ে আসছে।

 

একইভাবে, জর্ডানও বেন-গভিরের আল-আকসা সফরের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কাজকে "আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন" হিসাবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "আল-আকসা মসজিদের উপর ইসরায়েলের কোন সার্বভৌমত্ব নেই।"

তথ্যসূত্র: আরব নিউজ

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন