সংস্কৃতি

আল জাজিরার সংবাদ নিয়ে ক্ষুব্ধ দেশের সংস্কৃতিকর্মীরা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৪:৫২:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আল জাজিরার 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামের সংবাদকে ঘিরে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে। তারা বলছেন, কাজের মধ্য দিয়েই পরিচিত হবেন শেখ হাসিনা।

কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রচারিত আল জাজিরার সংবাদকে উদ্দেশ্যে প্রণোদিত এবং ভিত্তিহীন। এমনটাই মনে করেন দেশের সাংস্কৃতিক কর্মীরা। প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার এই চেষ্টা স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পীরা।

চিত্রনায়ক জায়েদ খান বলেন, 'জামায়াত, যুদ্ধাপরাধী ও দেশের স্বাধীনতা বিরোধী যারা তারা দেশের উন্নয়নকে কোনভাবেই মেনে নিতে পারছেন না। যে মানুষটা নিজের চেয়ে দেশের মানুষের জন্য ভাবেন, সে মানুষটাকে পেছন থেকে ক্রমাগত টেনে ধরার চেষ্টা। এটা তো শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, গোটা দেশের ওপর আঘাত।'

শিল্পী ও নির্মাতাদের মতে, এই ধরনের অপপ্রচারে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করা সম্ভব নয়।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, 'প্রত্যেকটা সেক্টরকে দিনরাত নিরবিচ্ছিন্ন শ্রম দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই মানুষটাকে যাচ্ছেতাইভাবে ছোট করার অপচেষ্টা মাত্র। আমি এর নিন্দা ও ধিক্কার জানাই।'

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, 'প্রধানমন্ত্রীকে হেয় করে, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে এবং তার শাসনামলকে আন্তর্জাতিকভাবে হেয় করে মূলত বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়।'

সংস্কৃতিজনরা বলছেন, প্রধানমন্ত্রীকে হত্যার বহু চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তার ইমেজকে হত্যা করার অপচেষ্টা।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, 'আল জাজিরার রিপোর্টটিতে মাননীয় প্রধানমন্ত্রীকে হেডলাইন করে নিউজ করা হয়েছে। কিন্তু নিউচটির ভেতরে কিছুই নেই। এটি প্রধানমন্ত্রী ও দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।'

শিল্পী, সংস্কৃতিজন ও গণমাধ্যমকর্মীদের অনেকেই ফেইসবুকের প্রোফাইল পিকচারে 'আই এম শেখ হাসিনাস ম্যান' লিখে জানাচ্ছেন ভার্চুয়াল প্রতিবাদ। সব মিলিয়ে শেখ হাসিনার ব্যক্তি জীবনের সততা ও দেশপ্রেমের নানা উদাহরণ বিশ্লেষণ করেই প্রধানমন্ত্রীর ওপরে আস্থা রাখছেন সংস্কৃতিকর্মীরা।

আরও পড়ুন