বাংলাদেশ, জেলার সংবাদ

আশুগঞ্জ-ভৈরব সেতুতে যাত্রীবাহী লেগুনা সার্ভিস উদ্বোধন

ফারুক

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই আগস্ট ২০২২ ০১:৫৪:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আশুগঞ্জ-ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু পারাপারে পিকআপ(লেগুনা) সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার আশুগঞ্জের সেতুর পূর্ব প্রান্তে এই সার্ভিসের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি মো.মাহ আলম মিয়া, চরচারতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো.মহিউদ্দিন মোল্লা, তালশহর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.ইসমাইল হোসেন।

 

এদিকে পিকআপ (লেগুনা) সার্ভিস দিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হতে প্রতি যাত্রীদের জন প্রতি ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এই সার্ভিসটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে।

 

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ নজরুল সেতুতে দীর্ঘ সময় ধরে সিএনজি (অটোরিকশা)বন্ধ থাকায় বিআরটিসি বাস দিয়ে যাত্রীদের সেতু পারাপার হতে হতো। এতে করে অনেক সময় লাগতো। প্রতিদিন সেতু পারাপার করেন এমন একাধিক যাত্রী জানান, ছোট কিংবা মাঝারি পরিবহন চালু করার দাবী ছিল আমাদের দীর্ঘদিনের। দুই তলা এই বাসগুলো যাত্রী ভর্তে হতে অনেক সময় লাগতো। এতে করে সময় ও দুর্ভোগ বেড়ে যেতো। আজকে এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের সেতু পারাপারের দুর্ভোগ কিছুটা কমে আসবে।

আরও পড়ুন