জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে সাভারের আশুলিয়ায় পৃথক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০শে জুলাই) দুই দলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিকেল ৩টায় আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
দুই দলের এই সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ প্রাণ হারান। অভিযোগ রয়েছে, এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং একজন জীবিত থাকলেও তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।
ডিবিসি/কেএলডি