আশুলিয়ায় লাভলী আক্তার নামে এক নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাভলী আক্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা বাজার এলাকার মো. হাজিবর এর মেয়ে।
বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বিকালে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় একটি বন্ধ দোকানের বাইরে থাকা চৌকির নিচে কার্টন (বাক্স) বন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের মাথা এখনও পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর গুমের উদ্দেশ্যে মরদেহটি টুকরো করে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব সদস্যরা।
ডিবিসি/এসকেবি