জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বৃহস্পতিবার (২১শে আগস্ট) এই বিচারকাজ শুরু হয়। মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
বিচার শুরুর দিনেই ট্রাইব্যুনাল মামলার পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তার থাকা বাকি ৮ আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে, মামলার অন্যতম আসামি সাব-ইন্সপেক্টর শেখ আফজালুল হক রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। এর আগে, গত ৭ই আগস্ট প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছিল।
ডিবিসি/আরএসএল