খেলাধুলা, ক্রিকেট

আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ০১:৩৪:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত এমন খবর প্রকাশ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। তাদের দাবি, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রে খবরটি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে ভারত।

২০২২ এশিয়া কাপ থেকে শুরু হয়ে এখনও চলছে ভারত-পাকিস্তান দ্বন্ধ। মাঠের খেলার সাথে এবার অতিরিক্ত মাত্রায় যুক্ত হলো রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতে শঙ্কায় ছিল এশিয়া কাপ। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও এসেছে বেশ কিছু গণমাধ্যমে। সে কথা শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে।

 

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন এশিয়া কাপ থেকে এরই মধ্যে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত।

 

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রে খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়ান একটি গণমাধ্যমে। সেখানে বলা হয়েছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত। ঠিক কেন এমন সিদ্ধান্ত, এর ব্যাখ্যাও এসেছে ভারতের গণমাধ্যমে।

 

ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেইসঙ্গে ভবিষ্যতে তাদের এসিসির ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।'

 

ভারত এশিয়া কাপ থেকে সরে গেলে ২০২৫ সালের আসরকে নিয়ে তৈরি হতে যাচ্ছে সঙ্কট। নির্ধারিত সূচি অনুযায়ী, ভারতই ছিল আয়োজক দেশ। যে কারণে ভেন্যু নিয়ে বিপাকে পরবে এসিসি। এছাড়া আপাতত ভারত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তা পুরোপুরি নিশ্চিত।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন