বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

আসন্ন নির্বাচনেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে।

এ নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে, বাংলাদেশ স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে, নাকি আবারও অতীতের ৫৪ বছরের গাঢ় অন্ধকারের গহ্বরে নিমজ্জিত হবে।

 

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ডা. তাহেরের নির্বাচনি আসন চৌদ্দগ্রামের একটি পার্টি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান এবং সাবেক চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

 

বক্তব্যে ডা. তাহের বলেন, এই নির্বাচনই সিদ্ধান্ত নেবে আমরা কি পুনরায় ফ্যাসিবাদ ও পরিবারতন্ত্রের রাজনীতিতে প্রত্যাবর্তন করব, নাকি প্রতিটি নাগরিকের অধিকার সংরক্ষণ করে একটি গণতান্ত্রিক, সুশীল ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। তিনি আরও উল্লেখ করেন যে, আসন্ন নির্বাচনের মাধ্যমেই জাতীয় সত্তার নতুন বিকাশের উন্মেষ ঘটবে এবং সাধারণ জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ সৃষ্টি হবে।

 

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সাবেক জেলা আমীর মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন এবং পৌর আমীর মাওলানা ইব্রাহিম।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন