ছাত্র অধিকার পরিষদের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (৩০শে আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরের খোঁজখবর নিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া ভিপি নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনাকে ‘মর্মান্তিক ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে তিনি নূরের উন্নত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শায়রুল কবির খান আরও বলেন, চেয়ারপারসনের নির্দেশে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সেখানে চিকিৎসাধীন নুরুল হক নুরের সঙ্গে দেখা করেন, তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং বেগম খালেদা জিয়ার উদ্বেগের কথা তাকে জানান।
খালেদা জিয়া আহত নুরুল হক নুরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন বলেও প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/এএমটি