স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর নিজেদের চেনা ডেরা ক্যাম্প ন্যু-তে খেলবে কাতালানরা।
২০২৩ সালের মে মাসের পর আবারও ঘরের মাঠে ফিরছে দলটি। রাত সোয়া ৯টায় তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। দীর্ঘ সময় পর নিজেদের মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠে ফেরাটা জয় দিয়েই রাঙাতে চায় বার্সা।
অন্যদিকে, ইতালিয়ান সিরি আ-তে আজ রাতে ফিওরেন্তিনার মুখোমুখি হবে য়্যুভেন্তাস। ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। সিরি আ-তে চলছে জমজমাট লড়াই।
পয়েন্ট টেবিলে বর্তমানে পাঁচে থাকলেও এই ম্যাচে জয় পেলে তিনে উঠে আসার সুযোগ রয়েছে য়্যুভেন্তাসের সামনে। টেবিলের তলানির দল ফিওরেন্তিনার বিপক্ষে এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না তুরিনের ওল্ড লেডিরা।
ডিবিসি/এএমটি