খেলাধুলা, ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ জেতার ছক টাইগারদের: রাজ্জাক

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত নিয়ে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যর্থতার মূল কারণ ছিল ব্যাটিং বিপর্যয়, তবে আসন্ন সিরিজে সেই ভুল শুধরে সব ম্যাচ জেতার লক্ষ্য নির্ধারণ করেছেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজকেই প্রস্তুতির শেষ সুযোগ হিসেবে দেখছে টাইগাররা।


টানা চারটি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে উড়ছিল বাংলাদেশ, কিন্তু ঘরের মাঠে সবশেষ সিরিজে উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে দলকে। তবে টেস্ট সিরিজ জয়ের পর চট্টগ্রামে দলের আবহ বেশ ফুরফুরে। ব্যাটিং কোচ হিসেবে খণ্ডকালীন দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলের প্রশংসাও করেছেন আব্দুর রাজ্জাক।


তিনি জানান, আশরাফুলের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের টেকনিকে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। জাকের আলীকে ফর্মে ফেরাতে এবং সাইফ-সোহানদের জ্বলে ওঠার সুযোগ দিতে এই সিরিজে বিশেষ নজর রাখা হচ্ছে।


রাজ্জাক আরও উল্লেখ করেন, টি-টোয়েন্টিতে মোমেন্টাম ধরে রাখা জরুরি এবং আইরিশদের উড়িয়ে দিয়েই বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চায় দল।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন