ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি ভুলে আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন করে শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানোর পরপরই সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় কঠোর অনুশীলনে মগ্ন হয়েছেন ক্রিকেটাররা।
তবে পারিবারিক কারণে অনুশীলনের প্রথম দিনে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক লিটন দাস।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার শেষ সুযোগ এই সিরিজ। সাগরিকায় অনুশীলনের শুরুটা হয় ভলিবল খেলার মাধ্যমে, যা সম্প্রতি গা গরমের কৌশল হিসেবে ব্যবহার করছে দল।
এরপর ফ্লাডলাইটের নিচে দীর্ঘ সময় ক্যাচ প্র্যাকটিসে ঘাম ঝরান মুস্তাফিজ-শরিফুলরা। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ লেগ স্পিনার রিশাদ হোসেনের ফুট ল্যান্ডিং ও ডেলিভারি নিয়ে কাজ করেন, আর পেস বোলিং কোচ শন টেইট দূর থেকে সাকিব-শরিফুলদের লাইন-লেন্থ পর্যবেক্ষণ করেন।
সেন্টার উইকেটে হেড কোচ ফিল সিমন্সের ক্লাসে পাওয়ার হিটিং অনুশীলন করেন তাওহীদ হৃদয় ও ইমন। অফ সাইডে শট খেলতে না পারায় ইমনকে কিছুটা ভর্ৎসনাও করেন কোচ। সব মিলিয়ে সাগরিকার পাড়ে জয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে মরিয়া পুরো দল।
ডিবিসি/এসএফএল