আন্তর্জাতিক

ইংরেজি প্রশ্ন কঠিন হওয়ায় দ. কোরিয়ায় কলেজ ভর্তি পরীক্ষা পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ কোরিয়ার কুখ্যাত কলেজ ভর্তি পরীক্ষা, যা 'সুনেউং' নামে পরিচিত, তার ইংরেজি অংশের প্রশ্নপত্র নিয়ে তীব্র সমালোচনার জেরে পরীক্ষার প্রধান কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই পরীক্ষাটি এতটাই কঠিন ছিল যে শিক্ষার্থীরা একে 'প্রাচীন লিপি পাঠোদ্ধার' বা পাগলাটে বলে আখ্যা দিয়েছেন।

সুনেউং-এর প্রধান কর্মকর্তা ওহ সিউং-জিওল  সৃষ্ট বিশৃঙ্খলার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। তিনি বলেন, প্রশ্নপত্রের কাঠিন্যের মাত্রা যে অনুপযুক্ত ছিল, আমরা সেই সমালোচনা আন্তরিকভাবে মেনে নিচ্ছি। তিনি আরও যোগ করেন, বহুবার সম্পাদনা করার পরেও প্রশ্নপত্রটি ত্রুটিপূর্ণ ছিল।

 

প্রশ্নের কাঠিন্য ও বিতর্কের কারণ পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে ছিল দার্শনিক ইমানুয়েল কান্টের আইনের দর্শন এবং গেমিংয়ের জটিল পরিভাষা সম্পর্কিত একটি প্রশ্ন।

 

তিন নম্বরের গেমিং-বিষয়ক একটি প্রশ্নে শিক্ষার্থীদের একটি প্রদত্ত অনুচ্ছেদে একটি নির্দিষ্ট বাক্য কোথায় বসবে তা নির্বাচন করতে বলা হয়। এই প্রশ্নটির ভাষা এবং একাধিক প্রশ্নের শব্দচয়ন নিয়েই মূলত ব্যাপক সমালোচনা তৈরি হয়।

 

রেডিট-এ একজন ব্যবহারকারী এই ভাষাকে 'ফ্যান্সি স্মার্ট টকিং' বলে অভিহিত করেছেন, আর অন্য একজন একে ভয়াবহ রচনা বলে মন্তব্য করেছেন, যা কোনো ধারণা স্পষ্ট করতে ব্যর্থ।

 

শিক্ষার্থীরা ৪৫টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৭০ মিনিট সময় পান। গত বছর ইংরেজি অংশে যেখানে ৬% পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছিল, সেখানে এই বছর তা কমে মাত্র ৩%-এ দাঁড়িয়েছে।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন