টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক জেড স্পেন্স ইংল্যান্ডের সিনিয়র পুরুষ ফুটবল দলে প্রথমবার ডাক পেয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামলেই তিনি হতে পারেন ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী প্রথম মুসলিম খেলোয়াড়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা হবে বলে তিনি আশা করছেন।
২৫ বছর বয়সী এই ডিফেন্ডার অ্যান্ডোরা এবং সার্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য মুহূর্ত, কারণ স্পার্সের হয়ে গত মৌসুমে দলে জায়গা পাকা করার আগে তাকে তিনবার ধারে রেন, লিডস এবং জেনোয়ার মতো ক্লাবে খেলতে হয়েছিল।
এই সম্ভাবনা নিয়ে স্পেন্স বলেন, 'এটি একটি আশীর্বাদ... এটি সত্যিই আশ্চর্যজনক। আমার আসলে কোনো ভাষা নেই।' তিনি আরও বলেন, 'আমি সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করি এবং কৃতজ্ঞতা জানাই। আমার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার মুহূর্তেও আমি বিশ্বাস করেছি যে সৃষ্টিকর্তা আমার পাশে আছেন। আমার বিশ্বাস আমার জন্য অনেক বড় একটি বিষয়।'
স্পেন্স জানিয়েছেন, ধর্মীয় পরিচয়ের কারণে তিনি কোনো অতিরিক্ত চাপ অনুভব করছেন না, বরং তার এই যাত্রা অন্যদের অনুপ্রাণিত করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, 'আমি যদি পারি, তুমিও পারবে। শুধু মুসলিম শিশু নয়, যেকোনো ধর্মের যেকোনো শিশুই পারবে। কোনো কিছুতে মন দিলে তুমি তা অর্জন করতে পারবেই।'
ইংল্যান্ড আগামী শনিবার ভিলা পার্কে অ্যান্ডোরার বিপক্ষে এবং মঙ্গলবার বেলগ্রেডে সার্বিয়ার মুখোমুখি হবে।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ