বাংলাদেশ, অর্থনীতি, প্রবাস

ইউএই-বাংলাদেশ রুটে আকাশছোঁয়া বিমানের টিকিটের দাম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৮:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ রুটে উড়োজাহাজের টিকিটের মূল্য হঠাৎ করেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের টিকিটের দাম লাফিয়ে বেড়ে লাখ টাকা ছাড়িয়েছে, যা নিয়ে প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ছুটিতে দেশে আসা প্রবাসীরাও এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিড়ম্বনায় পড়েছেন এবং টিকিটের দাম কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরব আমিরাতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবি, দুবাই ও শারজার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে। সাধারণত, এই গন্তব্যগুলোতে ইকোনমি ক্লাসের টিকিটের জন্য ২০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হতো। কিন্তু এখন সেই দামে টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

অনলাইনে যাচাই করে দেখা গেছে, বর্তমানে দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রামের পথে একমুখী টিকিটের দাম ২১ থেকে ২৩ হাজার টাকার মধ্যে থাকলেও, ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী টিকিটের মূল্য লাখ টাকা ছাড়িয়ে গেছে। অথচ ঢাকা থেকে দুবাইয়ের আকাশ পথের দূরত্ব মাত্র ৩৫শ কিলোমিটার এবং এর চেয়ে বেশি দূরত্বের গন্তব্যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে টিকিটের মূল্য অনেক কম।

 

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত অধিকাংশ সাধারণ প্রবাসী ২০-৩০ হাজার টাকা বেতনে চাকরি করেন। তাদের জন্য এই চড়া মূল্যে টিকিট কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, একটি সিন্ডিকেটের কারণে এয়ার টিকিটের মূল্য ক্রমাগত বাড়ছে। এই অস্বাভাবিক দামের কারণে অনেক প্রবাসী ছুটি বা উৎসবে দেশে ফিরতে পারছেন না, যা তাদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে তুলছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন