ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে রাশিয়া এক তীব্র বিমান হামলা চালিয়েছে, যা টানা দ্বিতীয় রাতের মতো দেশটিতে ভয়াবহ আক্রমণের ঘটনা। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া তার বোমা হামলা আরও বাড়িয়েছে।
সিএনএন কর্মীদের ধারণ করা ভিডিওতে কিয়েভে ব্যাপক ও ভয়াবহ বিস্ফোরণ দেখা গেছে। হামলার পরপরই শহরের কেন্দ্রে দৃশ্যমানতা সীমিত হয়ে পড়ে এবং বাতাসে ধোঁয়ার তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলায় বিপুল সংখ্যক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত ১১ জন আহত হয়েছেন।
এই আক্রমণ এমন এক রাতে ঘটল যখন রাশিয়া তার পূর্ণ মাত্রার আক্রমণের শুরু থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সেই হামলায় ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যাতে অন্তত একজন নিহত হন।
বৃহস্পতিবার সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে মনে হচ্ছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন, আবাসিক ভবন, গাড়ি, গুদাম, অফিস এবং অন্যান্য ভবন জুড়ে আগুন লেগেছে।
তাকাচেঙ্কো বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা ও বারান্দা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন, কারণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে কাজ করছে। তাকাচেঙ্কো বলেন, "সম্পত্তি পুনরুদ্ধার করা যায়, কিন্তু মানুষের জীবন নয়।"
ডিবিসি/আরএসএল