ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা অঞ্চলের চোরনোমার্স্ক এবং ওডেসা বন্দরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, এই হামলায় তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এর কোনো সামরিক উদ্দেশ্য নেই বরং পরিকল্পিতভাবে ইউক্রেনের স্বাভাবিক জীবনব্যবস্থা ধ্বংস করতেই রাশিয়া এই হামলা চালিয়েছে। মস্কো কৃষ্ণ সাগরের তীরে এই কৌশলগত অবস্থানে আঘাত হেনে বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে চাইছে।
ডিবিসি/আরএসএল