আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (২০শে ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা টেলিগ্রামে জানান, শুক্রবার গভীর রাতে রাশিয়া ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার এবং উপ-প্রধানমন্ত্রী কুলেবা উভয়েই প্রাথমিক তথ্যের ভিত্তিতে ৭ জন নিহত ও ১৫ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হামলার শিকার বন্দরটি হলো 'পিভদেননি' , যা ওই এলাকার তিনটি প্রধান বন্দরের একটি। ওডেসা ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই এই অঞ্চলটি মস্কোর অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন