ইউক্রেনের বিমান বাহিনীর একটি সুখোই-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স।
আজ বুধবার (১লা জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও জানানো হয়, যুদ্ধবিমানটির পাশাপাশি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি স্মার্ট বোমা এবং ২৫০টি ফিক্সড-উইং ড্রোন বা চালকবিহীন বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোর দেওয়া পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত মোট ৬৭০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ১ লাখ ৬ হাজার ৪৪৪টি ড্রোন এবং ৬৪১টি মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে।
এছাড়া ২৬ হাজার ৮২৬টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ১ হাজার ৬৩৪টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩২ হাজার ৩০৩টি ফিল্ড আর্টিলারি সিস্টেম ও মর্টার এবং ৫০ হাজার ৫৩০টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
ডিবিসি/এনএসএফ