মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ওপর এ যাবতকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ট্রাম্প শান্তি আলোচনাকে "বাজে কথা" বলার পরই এই বিশাল হামলা চালানো হয়, যা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার (৯ই জুলাই) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৭৪১টি ড্রোন দিয়ে এই হামলা চালায়। এর বেশিরভাগই উত্তর-পশ্চিমের লুৎস্ক শহরকে লক্ষ্য করে পাঠানো হয়। তবে ইউক্রেনের সেনারা বেশিরভাগ ড্রোনই (৭১৮টি) মাঝপথে ধ্বংস করে ফেলে। এ কারণে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কেউ মারা যায়নি। কিয়েভের কাছে একজন মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই হামলার ঠিক আগে, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং ইউক্রেনকে নিজেদের বাঁচানোর জন্য আরও অস্ত্র দেওয়ার কথা বলেন। ট্রাম্পের নির্দেশে পেন্টাগন ইউক্রেনকে অস্ত্র পাঠানো শুরু করেছে বলেও জানানো হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, "এই হামলা প্রমাণ করে যে রাশিয়া শান্তি চায় না।" তিনি বন্ধুদের কাছে আরও সাহায্য চেয়েছেন, বিশেষ করে মার্কিন ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র। ইউক্রেনও পালটা রাশিয়ার দিকে ৮৬টি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
ডিবিসি/এএনটি