রাশিয়া রাতভর এবং শনিবার ইউক্রেনের উপর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই বর্ধিত বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের চেরনিভৎসি অঞ্চলে রুশ বাহিনী চারটি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে দুজন নিহত এবং ২৬ জন আহত হন বলে আঞ্চলিক গভর্নর রুসলান জাপারানিউক জানান। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তাদের মৃত্যু হয়।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে আরেকটি ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি। এই হামলার প্রতিক্রিয়ায় পোল্যান্ডের বিমান বাহিনী ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান প্রেরণ করে। লভিভ অঞ্চলটি বিদেশী সামরিক সহায়তা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে আবারও হামলা চালানো হলো। উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে আটটি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ইহোর তেরেখভ।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শনিবার রাত পর্যন্ত ৫৯৭টি ড্রোন ও ডিকয় (ধোঁকা দেয়ার ড্রোন) এবং ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৩১৯টি ড্রোন ও ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং ২৫৮টি ডিকয় ড্রোন সম্ভবত ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে।
শনিবার সকালে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক জানিয়েছেন। এছাড়া, সুমি অঞ্চলে একটি রাশিয়ান গাইডেড বোমার আঘাতে আরও দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে তাদের দূরপাল্লার হামলা জোরদার করেছে। চলতি সপ্তাহের শুরুতে, রাশিয়া পোল্যান্ডের সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের লুটস্ক শহরকে লক্ষ্য করে ৭০০টিরও বেশি অ্যাটাক ও ডিকয় ড্রোন নিক্ষেপ করে, যা পূর্ববর্তী রাতের ব্যারেজগুলোকে ছাড়িয়ে যায়।
ডিবিসি/আরএসএল