ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের থিঙ্ক-ট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’এর এক গবেষণায়।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, চার বছর হতে চলা এই যুদ্ধে নিহিত, আহত এবং নিখোঁজ সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে চলেছে।
হিসাব অনুযায়ী, রাশিয়ার পক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ। এর মধ্যে ২০২২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো পরাশক্তি কোনো একক যুদ্ধে এত বিশাল সংখ্যক প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। এত বিপুল ক্ষতির পরেও রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ধীরগতিতে অগ্রসর হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ভবিষ্যৎ সতর্কতা গবেষণাটি সতর্ক করে জানিয়েছে, এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০২৬ সালের বসন্ত নাগাদ রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যা ১৮ লাখ থেকে ২০ লাখে গিয়ে ঠেকতে পারে।
তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড
ডিবিসি/এমইউএ