শীর্ষ মার্কিন কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার অগ্রগতির জন্য ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দেখা হওয়া প্রয়োজন।
তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা নিয়ে তার খুব বেশি প্রত্যাশা নেই বলেও জানান তিনি। খবর বিবিসির।
"আমি মনে করি না যে রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাষ্ট্রপতি পুতিন এই বিষয়ে সরাসরি আলোচনা না করা পর্যন্ত আমরা এখানে কোনও অগ্রগতি অর্জন করতে পারব," দক্ষিণ তুরস্কে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রুবিও বলেন এসব।
অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেন ইস্তাম্বুলে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাবে, তবে মস্কোর পাঠানো নিম্ন-স্তরের প্রতিনিধিদলের সমালোচনা করেছেন তিনি।
এর আগে, মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্পও বলেন, তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া (ইউক্রেনে শান্তি ফেরানোর কাজে) কোনো বাস্তব অগ্রগতি আশা করা যাচ্ছে না।
বিবিসিকে এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পুতিন জানেন আমি না থাকলে তিনি যাবেন না। আর আমার ধারণা, আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না-আপনারা সেটা পছন্দ করুন আর না করুন।”
তিনি আরও বলেন, “আমাদের এই সংকটের সমাধান করতেই হবে, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে।”
ট্রাম্প জানান, পরিস্থিতি উপযুক্ত হলে তিনি শুক্রবার ইস্তানবুলের আলোচনায় যোগ দিতে পারেন, তবে পরে বলেন-তিনি সম্ভবত ওয়াশিংটন ফিরে যাবেন।
তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃহস্পতিবার (১৫ই মে) ইস্তানবুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, আলোচনাটি হয়তো শুক্রবার অনুষ্ঠিত হতে পারে।
ডিবিসি/এমএ