আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধি: কোনো ছাড় দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ০৯:০১:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আবারও দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করলে কোনো চুক্তি স্বাক্ষর করা হবে না। তেহরানে দূতদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, "ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং এর জন্য আমাদের ওপর একটি যুদ্ধও চাপিয়ে দেওয়া হয়েছিল।" তিনি পারমাণবিক বোমা তৈরিকে "ইসলামবিরোধী ও অমানবিক" বলে উল্লেখ করে জানান, তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না।

 

সম্প্রতি মার্কিন গণমাধ্যমে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের কাছে এমন একটি পারমাণবিক চুক্তির ধারণা দিয়েছেন, যেখানে ইরানকে কোনো প্রকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে না। এই প্রতিবেদনের প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী আরাকচির এই বক্তব্য এলো।

 

যদিও ইরানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একজন "অবহিত সূত্রের" বরাত দিয়ে পুতিনের পক্ষ থেকে ইরানকে এমন কোনো বার্তা পাঠানোর খবর অস্বীকার করেছে।

 

এই প্রেক্ষাপটে, পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, "যেকোনো আলোচনার সমাধান অবশ্যই ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে সম্মান করতে হবে। আমাদের সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করে কোনো চুক্তি হবে না।"

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন