আন্তর্জাতিক

ইতালিতে হামাসের জন্য অর্থায়নের অভিযোগে ৯ জন গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ইতালিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ইতালীয় কর্তৃপক্ষের দাবি, মানবিক সহায়তার নাম করে তোলা অর্থের একটি বড় অংশ গোপনে হামাসের কাছে পাঠানো হতো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে চক্রটি প্রায় ৭ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছে।

 

ইতালির সন্ত্রাসবিরোধী পুলিশ ও আর্থিক পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৮ মিলিয়ন ইউরোরও বেশি সম্পত্তি জব্দ করা হয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণালে হামাসের হামলার পর থেকেই এই তদন্ত শুরু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন