২৭ অক্টোবর, রবিবার থেকে ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে।
কতৃপক্ষ জানায়, বছরে দু'বার দিনের আলো সঞ্চয়ের কারণে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়।
সেই ধারায়, আগামী রবিবার, ২৭শে অক্টোবর স্থানীয় সময় রাত ৩টার সময় ইতালির ঘড়িতে দেখা যাবে রাত ২টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয় এই সময়। এর আগে ৩১শে মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
ডিএসটি সময়ের পরিবর্তনে ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩০শে এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়। বাংলাদেশ ইতালি থেকে চারঘণ্টা এগিয়ে। তবে রবিবার থেকে ইতালির সময়ের সঙ্গে দেশের সময়ের ফারাক হবে পাঁচঘণ্টা।