বাংলাদেশ, জাতীয়

ইতিহাসের এক বছর: যে জুলাই বদলে দিয়েছিল সব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ১০:৪১:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ১লা জুলাই, ২০২৫। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। যে ছাত্র আন্দোলনকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গুরুত্ব দেয় নি সেই আন্দোলনই মাত্র এক মাসের ব্যবধানে প্রায় ১৬ বছরের ক্ষমতার ভিত নাড়িয়ে দেয়।

দিনটি ছিল উত্তাল। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের হাইকোর্ট রায়ের প্রতিবাদে এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। তারা ৩ দিনের কর্মসূচির ঘোষণাও দেন।

 

কিন্তু সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোযোগ ছিল ভিন্ন দিকে। ছাত্র আন্দোলনকে গুরুত্ব না দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যস্ত ছিলেন বিএনপিকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ায়। ঢাকার তেজগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, “বিএনপির নেতাদের চোখে ঘুম নেই। তাদের ঘুম হারাম হয়ে গেছে। মির্জা ফখরুলের (বিএনপির মহাসচিব) চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে ‘ইন অ্যান্ড আউট’। বিএনপিতে এখন ‘ইন-আউট’ চলছে।”

 

বদলে যাওয়া বাস্তবতা: ১ জুলাই, ২০২৫

 

এক বছরের ব্যবধানে রাজনীতির চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। যে ছাত্র আন্দোলন ৫ জুন অঙ্কুরিত হয়ে ১ জুলাই, ২০২৪-এ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ রূপ নিয়েছিল, সেটিই আওয়ামী লীগ সরকারের পতনের সূচনাবিন্দু হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

 

সবচেয়ে বড় পরিহাস হলো, সেদিন যিনি প্রতিপক্ষের ঘুম হারাম হওয়ার কথা বলেছিলেন, সেই ওবায়দুল কাদের আজ দেশের বাইরে।

 

এক বছর আগে যে স্ফুলিঙ্গকে উপেক্ষা করা হয়েছিল, তা-ই যে একটি শাসনের অবসানের কারণ হতে পারে, বাংলাদেশের এই ঘটনাপ্রবাহ তারই এক অবিশ্বাস্য সাক্ষী হয়ে রইল।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন