খেলাধুলা, ক্রিকেট

ইতিহাসে ৩য় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট এজাজের

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা ডিসেম্বর ২০২১ ০৯:৫৮:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার এবং প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।

১৩৪ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এ রেকর্ড গড়েন কিউই তারকা। দশ উইকেটের রেকর্ড গড়তে এজাজ হাত ঘুরান ৪৭ ওভার ৫ বল। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে উইকেটের শুরুটা হয় শুভমন গিলকে আউট করে, আর শেষটা হয় মোহম্মদ সিরাজকে ফিরিয়ে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনেই পূজারা, কোহলিসহ চার উইকেট তুলে নেন প্যাটেল। দ্বিতীয় দিনের শুরুতেই ঋদ্ধিমান সাহা ও রবীচন্দ্রন অশ্বিনকে ড্রেসিংরুমের পথ দেখান তিনি। এরপর ক্রিজে জমে যাওয়া আগারওয়ালকে ১৫০ রানে আউট করেন প্যাটেল। তখনই বাঁহাতি স্পিনার স্বপ্ন দেখেন পারফেক্ট টেন তুলে নেওয়ার। ভারতীয় ইনিংসের ১১০তম ওভারে জয়ন্ত যাদব ও মোহাম্মদ সিরাজকে আউট করে দুর্লভ রেকর্ডের সঙ্গী হন কিউই স্পিনার।

এর আগে ১৯৫৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংলিশ অফ স্পিনার জিম লেকার। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় চতুর্থ ইনিংসে অনিল কুম্বলে ২৬ ওভার ৩ বল করে ৭৪ রানে তুলে নিয়েছিলেন দশ উইকেট। কুম্বলের ২২ বছর পর এই কীর্তি গড়লেন এজাজ।

তবে এজাজ সবচেয়ে কম ম্যাচ খেলে এ বিশ্বরেকর্ড গড়লেন। ৩৩ বছর বয়সী হলেও বিশ্বরেকর্ড গড়তে এজাজ খেললেন মাত্র ১১তম টেস্ট। যেখানে লেকার ২৮তম টেস্টে ও কুম্বলে তার ক্যারিয়ারের ৫১তম টেস্টে এক ইনিংসে ১০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছিলেন।

জন্মস্থান মুম্বাইয়ে খেলা বলে ম্যাচের আগে থেকে বাড়তি রোমাঞ্চ ছিল নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের। তবে কে জানতো জন্মস্থানে জন্মভূমি ভারতের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়বেন তিনি‍! মিড অনে রাজিনের হাতে মোহাম্মদ সিরাজ ক্যাচ তুলে দিলে এই অবিশ্বাস্য রেকর্ডের মালিক হন ৩৩ বছর বয়সী প্যাটেল। জন্মস্থানে এমন রেকর্ড নিশ্চয়ই তাকে ক্যরিয়াড়জুড়ে সবসময়ই বাড়তি রোমাঞ্চিত করবে।

আরও পড়ুন