একের পর এক ইতিহাস গড়ে চলা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দলের কোচ পিটার বাটলার ছুটি কাটিয়ে দেশে ফেরার পরই এই সংবর্ধনার আয়োজন করা হবে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়ানমার থেকে লাওস, লাল-সবুজের মেয়েদের জয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। সিনিয়রদের দেখানো পথেই হেঁটে জুনিয়ররা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে। এর আগে গত মাসে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে সিনিয়র দলের আফঈদা-ঋতুপর্ণাদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই উৎসবের রেশ না কাটতেই এবার অনূর্ধ্ব-২০ দলের জন্য আরেকটি উদযাপনের মুহূর্ত আসছে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, শুধু সংবর্ধনাই নয়, মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দল নিয়েও বৃহৎ পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে।
তিনি বলেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে মেয়েরা বিশেষ ক্যাম্পে প্রবেশ করবে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত শক্তিশালী বিভিন্ন দলের বিপক্ষে ৮টি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। অক্টোবরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও চেষ্টা চলছে।
সিনিয়র ও জুনিয়র দুই দলেরই নারী বিশ্বকাপে খেলার অপার সম্ভাবনা দেখছে বাফুফে। তবে এর জন্য বড় অঙ্কের আর্থিক বাজেট প্রয়োজন। এ বিষয়ে ফাহাদ করিম আশ্বস্ত করে বলেন, অর্থের অভাবে কোনো পরিকল্পনা থেমে থাকবে না। শুধু নারী দলই নয়, পুরুষ ফুটবল দল অর্থাৎ হামজা-জামালদের নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডিবিসি/এএমটি