চা শ্রমিক ঐক্য'র বিক্ষোভ

ইনক্রিমেন্টের নামে চা শ্রমিকদের মাত্র ৮.৯২ টাকা মজুরি বৃদ্ধির প্রতারণা বন্ধের দাবি

শাবিপ্রবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০৯:০৩:৪৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে চা শ্রমিকদের উপর চাপিয়ে দেয়া ৮.৯২ টাকা (৫% ইনক্রিমেন্ট) মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং দৈনিক মজুরি ৬'শ টাকা নির্ধারণ ও 'গেজেট-২০২৩' বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিক ঐক্য, কেন্দ্রীয় কমিটি।

আজ শুক্রবার (৮ই আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।  চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বচন কালোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চা শ্রমিক ঐক্য'র উপদেষ্টা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক নেতা মনি প্রধান, অধীর বাউরী প্রমুখ। 

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত সরকারের সময়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে 'গেজেট-২০২৩' করা হয়। এ অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মূল মজুরি ১৭০টাকা নির্ধারণ করা হয়। সাথে সাথে বছর বছর ৫ শতাংশ ইনক্রিমেন্টের কথা বলা হয়। এর ফলে প্রথম বছর মজুরি ৮.৫০টাকা বেড়ে হয় ১৭৮.৫০টাকা। আর এবার ৫ শতাংশ বেড়ে হচ্ছে ১৮৭ টাকা। যা বর্তমান বাজার মূল্যের সাথে একেবারে অসংগতিপূর্ণ। তাই গেজেট বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬'শ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

 

এছাড়াও সরকার পতন হলেও এখন পর্যন্ত গেজেট-২০২৩ বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা অবিলম্বে এই গেজেট বাতিলের দাবি জানান।

অন্যথায় চা বাগানের ছাত্র-যুবক ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন