বাংলাদেশ, রাজনীতি

ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ; জয়, পলকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।


প্রসিকিউশন জানিয়েছে, অপর একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে।

 

তদন্তে উঠে এসেছে যে, এই দুজন আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের নির্মূলসহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের মধ্যে এই দুই মামলায় জয়, পলক, আনিসুল এবং সালমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন