বিবিধ

ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল বোর্ড মেম্বার হলেন সাজিদ মাহবুব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের ৭৭টি দেশে মার্কেটার, অ্যাডভার্টাইজিং এজেন্সি ও মিডিয়া সংস্থার প্রতিনিধিত্বকারী প্রভাবশালী সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (আইএএ) গ্লোবাল বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন সাজিদ মাহবুব। মর্যাদাপূর্ণ এই দায়িত্বের পাশাপাশি তিনি সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নিয়োগ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটি বৈশ্বিকভাবে বিজ্ঞাপনের নৈতিক অনুশীলন, সৃজনশীলতার বিকাশ ও বাজার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মার্কেটিং ও ব্র্যান্ড লিডারশিপে প্রায় দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন সাজিদ মাহবুব বর্তমানে এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে কর্মরত আছেন। তাঁর দীর্ঘ কর্মজীবন ও কৌশলগত দক্ষতা তাঁকে এই অঞ্চলের আধুনিক মার্কেটিং জগতের অন্যতম উদীয়মান নেতৃত্ব হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। আইএএ-এর গ্লোবাল বোর্ডে তাঁর এই অন্তর্ভুক্তি বাংলাদেশ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিশ্বমঞ্চে এ অঞ্চলের প্রভাব আরও সুদৃঢ় করবে।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাজিদ মাহবুব বলেন, এটি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এশিয়ার পক্ষ থেকে গ্লোবাল কমিউনিকেশন ও দায়িত্বশীল মার্কেটিংয়ে অবদান রাখার একটি বড় সুযোগ। এই যাত্রায় তাঁর ওপর আস্থা রাখার জন্য ডাগমারা সজুলস, ফ্রেড এবং মেন্টর শরিফুল ইসলামের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি দৃঢ়তার সঙ্গে তাঁর অঞ্চলকে বিশ্ব দরবারে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, সাজিদ মাহবুবের এই নতুন দায়িত্ব গ্রহণ আঞ্চলিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি বিজ্ঞাপনের বিশ্বমঞ্চে এশিয়া প্যাসিফিকের অবস্থান, সহযোগিতা ও পেশাগত শ্রেষ্ঠত্বের সুযোগ আরও প্রসারিত করবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন