ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
দেশটির নৌবাহিনী জানিয়েছে, 'কেএম থ্রি বার্সেলোনা' নামের ওই ফেরিটি থেকে ২৮৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার স্থানীয় সময় দুপুরের দিকে কেএম থ্রি বার্সেলোনা' নামের ওই ফেরিটি নর্থ সুলায়েসি প্রদেশের দ্বীপ জেলা তালাউদ থেকে প্রদেশের রাজধানী মানাদোর দিকে যাচ্ছিল, পথে তালিসের কাছে সমুদ্রে এতে আগুন ধরে।
নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফেরিতে থাকা সকলকেই জাহাজ থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে অনেক যাত্রীকে লাইফজ্যাকেট পরে সাগরের পানিতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
খবর পেয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনী, মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (বাকামলা) এবং স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল একটি সমন্বিত অভিযানে অংশ নেয়।
তবে, ঠিক কী কারণে ফেরিটিতে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ