ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের কাছে বৈরী আবহাওয়ায় ১৮ জন আরোহীসহ একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১০ জন সরকারি কর্মকর্তাসহ ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে।
মঙ্গলবার (১৫ই জুলাই) উদ্ধারকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থলে কয়েক ডজন উদ্ধারকর্মী এবং দুটি নৌকা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য নিখোঁজ ১১ জনকে খুঁজে বের করা।
সংস্থাটি জানায়, নৌকাটি সোমবার (১৪ই জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে (০৪:০০ জিএমটি) মেনতাওয়াই দ্বীপপুঞ্জের সিকাখাপ নামক একটি ছোট শহর থেকে তুয়াপেজাত শহরের দিকে যাওয়ার পথে ডুবে যায়। নৌকাটিতে থাকা ১৮ জন আরোহীর মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা।
মেনতাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান রুডি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনার সম্ভাব্য স্থান এবং এর আশপাশের এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে সব যাত্রীকে খুঁজে বের করা।"
নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ