ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২৩শে নভেম্বর, ২০২৫) এই ভূকম্পন অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এই অঞ্চলে একাধিক টেকটনিক প্লেটের সংযোগস্থলের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।
সূত্র: খালিজ টাইমস
ডিবিসি/এনএসএফ