আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ আরোহী নিয়ে ফেরিডুবি; ৪ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা জুলাই ২০২৫ ১০:০১:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার (২রা জুলাই) রাত সাড়ে ১১টায় পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে যাত্রা শুরু করার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল।

 

ডুবে যাওয়া ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরিটিতে ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছিল।

 

উদ্ধার অভিযানে ৯টি নৌযান অংশ নিয়েছে, যার মধ্যে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট রয়েছে। প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় সমুদ্রপথে দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন