ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। যুক্তরাজ্যের ইতিহাদে তাদের প্রতিপক্ষ উলভস। ম্যাচ শুরু রাত ১টায়।
এরইমধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের দখলে নিয়েছে লিভারপুল। তবে, এখনো জমজমাট টপ ফাইভে টিকে থাকার লড়াই। ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়েই শ্বাস ফেলছে চেলসি ও নটিংহাম ফরেস্ট। পা ফসকালেই নেমে যেতে হতে পারে টেবিলের সাতে।
ঘরের মাঠে তাই উলভসের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ গার্দিওলার শিষ্যদের জন্য। প্রিমিয়ার লিগে নটিংহামের কাছে হারের পর, টানা ছয় ম্যাচে অপরাজিত সিটিজেনরা। জিতেছে চার ম্যাচে। সে ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন গার্দিওলা।
ডিবিসি/নাসিফ