বাংলাদেশ, জাতীয়

ইপিজেডের আগুনে ভবন ধসের শঙ্কা, যোগ দিয়েছে সেনাবাহিনী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই অক্টোবর ২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির সাত তলায় প্রথমে আগুন লাগলেও পরে তা নিচের দুটি ফ্লোরেও ছড়িয়ে পড়ে। 

 

কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো এবং সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও এর তীব্রতাও অনেক বেশি।

 

আগুনে আটকে পড়া শ্রমিকদের এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনটি ভেঙে পড়ার আশঙ্কায় আশপাশের সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন