ধর্ম, ইসলাম

ইফতারের আগে ও পরের দোয়া (বাংলা-আরবি অর্থসহ)

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ ০৬:৫০:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রমজান মাস চলে এসেছে মুসলমানদের দোরগোড়ায়। মুসলমানদের কাছে সব থেকে পবিত্র ও ফজিলতের মাস এই রমজান মাস। পুরো মাস জুড়েই তাই মুসলমানরা মশগুল থাকেন ইবাদত ও দোয়ার মাঝে।

ইফতার করার আগে মহানবী (সা.) একটি দোয়া পড়তেন। তাই সুন্নাত এই দোয়াটি ইফতার করার আগে করে নেয়া উত্তম। দোয়াটি হলো:

ইফতারের দোয়া (আরবিতে) :

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ


ইফতারের দোয়া (বাংলা উচ্চারণে) : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু

ইফতারের দোয়া (বাংলা অর্থ) : হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, সাওম অধ্যায়)
 
ইফতার করার সময় বা ইফতার করার পরে আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে।

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইফতার করাকালীন সময়ে এই দোয়াটি করতেনঃ

ইফতার করাকালীন বা পরবর্তী দোয়া (আরবিতে) :

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

ইফতারের করাকালীন বা পরবর্তী দোয়া (বাংলা উচ্চারণে) : জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।

ইফতারের করাকালীন বা পরবর্তী দোয়া (বাংলা অর্থ): (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)।

আরও পড়ুন